নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি আছিয়া খাতুনের সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মো. বেলাল হোসেন, কাজল দে ও আবদুল মান্নান মোনাফ।
কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, ৬ষ্ঠ শ্রেণিতে ৩৬৫ জন, ৭ম শ্রেণিতে ৩০জন ও ৮ম শ্রেণিতে ৩০জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এরমধ্যে লটারির মাধ্যমে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ১৪৬ জন, ৭ম শ্রেণিতে ৬জন ও ৮ম শ্রেণিতে ৩জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ২৫জন, ৭ম শ্রেণিতে ৬জন ও ৮ম শ্রেণিতে ৩জনকে অপেক্ষমান রাখা হয়েছে।