নিজস্ব প্রতিবেদক : কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জগদানন্দ মিশন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে নগর কীর্তন, ধ্বজা উত্তোলন, গুরুপূজা, শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা, রথপূজা, রাজভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ ও কীর্তন সহকারে বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়েছে।
এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন রথযাত্রা উৎসব পরিচালনা পর্ষদ।