প্রতিনিধি:
বোয়ালখালী পৌরসভার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন গ্রামের দায়ক/দায়িকা বৃন্দ। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অত্র বিহারের বিহারাধ্যক্ষ বিদর্শন সাধক, মৈত্রীর প্রদীপ প্রয়াত ধর্মশ্রী মহাথের ও গ্রামের পরলোকগত অপরাপর জ্ঞাতীগনের উদ্দেশ্যে অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ- সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথেরর সভাপতিত্বে অনু্ষ্টিত হয়।
আশীর্বাদক ছিলেন শ্রীমৎ জ্ঞানবিরিয় মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথের।
প্রধান ধর্মালোচক ছিলেন, জ্যৈষ্টপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধানন্দ থের।
টিপলু বড়ুয়া ও দীপায়ন বড়ুয়ার পরিচালনায় এবং ছাদাংগরখীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেববংশ থের’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ধর্ম দেশনা করেন, শ্রীমৎ ধর্মদর্শন থের, শ্রীমৎ দীপানন্দ ভিক্ষু, শ্রীমৎ কীর্ত্তিপাল ভিক্ষু ও সত্যানন্দ ভিক্ষু।
বিকেলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় কঠিন চীবর দানসভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
প্রধান জ্ঞাতি ছিলেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন, বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম। সভার উদ্বোধন করেন হাজারীরচর জ্ঞানঙ্কুর বিহারের বিহারাধ্যক্ষ জ্ঞানারত্ন ভিক্ষু।
অরূপ বড়ুয়া ও অনিরুদ্ধ বড়ুয়ার যৌথ সঞ্চালন এবং পল্টু বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সদ্ধর্মদেশনা ও আলোচনায় অংশ গ্রহণ করেন,ভদন্ত ধর্মানন্দ থের, বিদর্শনাচার্য আর্যশ্রী থের, ভদন্ত দীপংকর থের, ভদন্ত দেবমিত্র থের, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, সত্যেন্দ্র নাথ বড়ুয়া, বকুল বড়ুয়া ও শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া।