নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো.জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮) নামের দুই ভাই খুন হয়েছেন ওমানে। ঘুমন্ত অবস্থায় তাদের জবাই করে খুন করা হয়েছে জানিয়েছে রয়েল ওমান পুলিশ। এ খবর আজ শুক্রবার দেশে পৌঁছলে শোকের মাতম শুরু হয় পরিবারের সদস্যদের মাঝে।

ওমানের ইবরি প্রদেশে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ লোমহর্ষ ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার সামশুল আলমের ছেলে।

এ ঘটনায় নিহতদের ভাগিনা মো.জাবেদকে গ্রেফতারে কাজ করেছে ওমান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতদের চাচাতো ভাই পেয়ার মুহাম্মদ বলেন, মো.জানে আলম ও মো.হাবিব ওমানের ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কসপের ব্যবসা রয়েছে। দোকানে কর্মচারী হিসেবে খালাতো বোনের ছেলে শাকপুরার ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার জহির আহমদের ছেলে মো. জাবেদকে ওমান নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় জাবেদ হাবিবকে জবাই করে হত্যা করে। এসময় তার পাশে ঘুমিয়ে থাকা জানে আলম জেগে গেলে তাকেও হত্যা করে সে। এ সময় রুমে থাকা নিহতদের আরেক ভাইসহ ৫/৬ জন আহত হয়েছেন। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here