নিজস্ব প্রতিবেদক |

আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া কর্তৃক নির্মিত ছয়টি তথ্যচিত্রের প্রিমিয়ার শো বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সিটির আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রগুলো হল- হাইজেক, লাইসেন্স, সেবা, দূর্ঘটনা, মাদকের ছোবল ও নৈতিকতা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে ও আশরাফুল করিম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জী বিংকু। বিশেষ অতিথি ছিলেন নির্মাতা অনির্বাণ করিম, প্রযোজক কাজী মাজহারুল হক, নাট্য পরিচালক রিয়াদ বিন মাহবুব, শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী জয়িতা হোসেন নিলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রূপায়ন বড়ুয়া, মিখাইল রফিক, শহীদুল করিম নিন্টু , বাপ্পী হায়দার, আহমেদ আফতাব কামাল, নীরব খান, মান্নান হিমেল, সাজ্জাদ ভূঁইয়া, মামুন নাজিম, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, শিপ্রা অর্থি,সন্জয় দেব,তানজিনা লুনা, আলী, শিশু অভিনেতা আরাফ, চিত্রগ্রাহক অজয় দেব অনিক প্রমুখ।

অনুষ্ঠানে অরিন্দম মুখার্জী বিংকু বলেন, ‘চট্টগ্রামের সব থিয়েটার কর্মীকে টিভি নাটকে অভিনয়ের সুযোগ দেয়া হবে, কেউ বাদ যাবে না। আমরা সবাই এক সাথে কাজ করবো। আমরা অনেক দূরে যেতে চাই।’ এ ব্যাপারে তিনি চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের সহযোগিতা কামনা করেন।

মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘চট্টগ্রামের থিয়েটার কর্মীরা টিভি নাটকে নিয়মিত কাজ করতে চান। তাদেরকে সে সুযোগ দেয়া উচিত।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here