আলোকিত ডেস্ক : বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের অন্যতম আধ্যাত্বিক পুরুষ হাযত রওয়া, মুশকিল কোশা, ফানাফিল্লা, বকাবিল্লা, হযরত শাহসুফী মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মওলা (কঃ)’র ৩৮তম বার্ষিক ওরশ শরীফ আহলা দরবার শরীফে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় দরবার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়্যদ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদের সার্বিক তত্বাবধানে মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত্ব রাহনুমায়ে শরীয়ত হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম (ম.)।
ওরশ শরীফের কর্মসসূচির মধ্যে রয়েছে, খতমে কোরান, ছেমা মাহফিল, মিলাদ মাহফিল, জিকির মাহফিল ও তবারুক বিতরণ।