বোয়ালখালী নেছারে মদিনা সুন্নি কনফারেন্সে বক্তব্য রাখছেন পীরে বাঙাল আল্লামা সাবির শাহ (ম.)

মো. ছাদেকুর রহমান সবুজ : সৎ হৃদয়ে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু কাউকে কষ্ট দিলে, কারো হক নষ্ট করলে তাঁর কাছে মাফ না চাইলে আল্লাহও ক্ষমা করেন না। আল্লাহ ও রাসূলগনের বিধিবিধান মেনে জীবন সাজানো আহবান জানান।

৩১ অক্টোবর (রবিবার) “নেছারে মদিনা সুন্নী কনফারেন্সে” প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের পীর পীরে বাঙ্গাল, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী উপরোক্ত কথা বলেন।

এর আগে পূর্ব কালুরঘাট আমতলে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট অনুমোদিত তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওলাদে রাসুল (দঃ), রাহনুমায়ে শরীয়ত ও তৃতীকত, মুশিদে বরহক হযরতুলহায় আল্লামা পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (ম.)।

গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী(ﷺ) উদযাপন উপলক্ষে  “নেচারে মদিনা সুন্নী কনফারেন্স”২১ মোহাম্মদ শফিক আহমদ  সিআইপির সভাপতিত্বে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

এস এম ফখরুদ্দীনের সঞ্চালনায় অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, জয়েন জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব তছকির আহমদ, গাউসিয়া কমিটির জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, মাওলানা জসিম উদ্দীন আল আযাহারী, আবদুল মোস্তাফা রহিম আযাহারী, কাজী ওবাইদুল হক হক্কানী, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

প্রধান অতিথি আরো বলেন, দুনিয়া ও আখিরাতে সফল হতে নামাজ, রোজা, হজ্ব, যাকাত ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আদায়ের পাশাপাশি দ্বীন-মাজহাব মিল্লাতের প্রচার, প্রসারের জন্য কাজ করতে হবে এবং মানুষের কল্যাণে একে অপরকে এগিয়ে আসতে হবে। এই সিলসিলাহর মাধ্যমে রাসুলে কারীম (দ.) এর সাথে সম্পর্ক হয়ে গেল।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নুরুল হক চিশতী, শেখ সালাউদ্দীন, নেজাবত আলী বাবুল, মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, আলহাজ্ব মনছুর সওদাগর, এস এম মমতাজুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা মহিউদ্দীন আল কাদেরী, জাহেদুল হক আলকাদেরী, আবুল মনছুর দৌলতী, এসএম মমতাজুল ইসলাম,  জাহাঙ্গীর আলম, আলম খান, এস.এম. ফজলুল কবির, এম.এ জলিল, মো. নজরুল ইসলাম, মো. ইদ্রিস বি.কম, মাওলানা বোরহান উদ্দীন, মো. এসকান্দর আলম দিদার, আবু সালেহ মো. সাইফুল হক, মো. দিদারুল আলম, মো. ইব্রাহীম, অলী আহমদ, মোহাম্মদ ওসমান, ইসমাইল সিকদার,  জামাল উদ্দিন,  জহিরুল ইসলাম,  নাজিম উদ্দীন,  মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আলী মাষ্টার,  আতাউর রহমান,  আহমদ নবী সওদাগর,  মাওলানা নাছির উদ্দিন, মাওলানা কাজী মিজানুল কাদের, মো. বাদশা, মো. মুছা সওদাগরসহ বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here