আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমীকে আমৃত‌্যু ইমামে আহলে সুন্নাত, আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীকে চেয়ারম‌্যান ও আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহকে মহাসচিব করে ৩৫১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এ আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিতে তিন বছরের জন‌্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ১১ জন কো-চেয়ারম্যান, ১৫১ জন প্রেসিডিয়াম, ৫ জন স্ট্যান্ডিং কমিটির সদস্য রয়েছে। এর মধ্যে কো-চেয়ারম্যান মুফতি আবুদল বারী জিহাদী, মুফতি অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, আল্লামা সোলায়মান আনছারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী, শাহজাদা সৈয়দ বদরুদ্দোজা, পীরে তরিকত শাহ আহসানুজ্জামান, প্রফেসর ড. আবদুল্লাহ আল মারুফ, প্রফেসর ড. শফিক, অধ্যক্ষ ড. আফজাল হোসেন, মাওলানা শাহ মোহাম্মদ আবদুর রহিম আব্বাসী।

সুন্নীদের বৃহত্তর এ অরাজনৈতিক সংগঠনে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন অ‌্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

কমিটির অন‌্য সদস‌্যরা হলেন- নির্বাহী মহাসচিব উপাধ‌্যক্ষ মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, যুগ্ম সাংগঠনিক মাওলানা জসিম উদ্দিন আজহারি, হাফেজ মাওলানা মুনিরুজ্জামান, সোলাইমান খান রাব্বানী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here