কধুরখীল গ্রামের সমাজসেবক ডা. অক্ষয় নারায়ণ চৌধুরীর সহধর্মীনি ও আলোকচিত্রী অনুপ চৌধুরীর মাতা ননী প্রভা চৌধুরী (৯৪) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১ নভেম্বের) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
মৃত আলোক নারায়ণ চৌধুরী, টিএন্ডটি কর্মকর্তা অজয় চৌধুরী, সংগঠক ও আলোকচিত্রী অনুপ চৌধুরী, ব্যবসায়ী অঞ্জন চৌধুরী ও কন্যা শিক্ষিকা অর্চনা চৌধুরীর মাতা ননী প্রভা চৌধুরী।
শোক : কধুরখীল ইউপি চেয়াম্যান শফিউল আজম শেফু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখা, মা আনন্দময়ী ধাম, কধুরখীল জগদানন্দ মিশন, কধুরখীল (আকুবদণ্ডী) মহাশশ্মান উন্নয়ন কমিটি, কধুরখীল শ্রীশ্রী দূর্গা বাড়ি, পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দির, পূর্ব গোমদণ্ডী জ্বালাকুমারী মাতৃমন্দিরসহ বিভিন্ন রাজনৈতিক, আলোকিত বোয়ালখালীর পরিবার, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।