ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুই সিটির সব ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মকভোট) অনুষ্ঠিত হবে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব কেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটাকেন্দ্রে গিয়ে মক ভোট দিতে পারবেন।

মক ভোটিং কার্যক্রম দেখতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দুপুর সোয়া ১২টায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যাবেন বলে তার ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেছেন।

এবার ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০ টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here