আলোকিত ডেস্ক : পোপাদিয়া ইউনিয়নের আকুব‌‌‌‌দণ্ডী গ্রামের ষষ্ঠীচরণ মহাজন বাড়ীর নারায়ণ রায় (৭৮) মৃত্যু বরণ করেছেন।
রবিবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটের সময় নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাতে কধুরখীল আকুব‌‌‌‌দণ্ডী মহাশশ্মানে তাঁর শেষকৃত সম্পন্ন হয়েছে।

নারায়ণ রায়ের মৃত্যুতে মা আনন্দময়ী ধাম, কধুরখীল জগদানন্দ মিশন, কধুরখীল দূর্গা বাড়ি পরিচালনা পর্ষদ, কধুরখীল আকুব‌‌‌‌দণ্ডী মহাশশ্মান উন্নয়ন কমিটি, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, আকুব‌‌‌‌দণ্ডী একতা সংঘ, পরিবেশ সংরক্ষণ কমিটি বোয়ালখালী গভীর শোক জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here