নিজস্ব প্রতিবেদক:

কাঠ মিস্ত্রী ইউচুপ স্ত্রী সন্তানসহ ছয়জনের সংসার। স্বপরিবারে আত্মীয়ের বিয়েতে যোগদান করে বাড়ী ফিরে দেখেন সব পুড়ে ছাই। তার মতো আরো ১০টি পরিবার পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। মাথার উপর ছাদসহ আগুন মূর্হূতেই তাদের সর্বশান্ত করে দিয়েছে। তীব্র শীতে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে বসবাস করছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের অর্ধশতাধিক সদস্য। সব হারিয়ে তাদের চোখে মুখে উদ্বেগ আর উৎকন্ঠা। দৈনিক কালের কন্ঠ শুভ সংঘের পরিবার যখন এ পোড়া বাড়ীতে ঢুকেন তখন অসহায় পরিবারের মানুষগুলো কান্নায় ভেঙ্গে পড়েন। এ যেন এক অনাকাংখিত জীবনের দুর্বিসহ প্রতিছবি। এসব অগ্নি দূর্গত শীর্তাত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে পাশে দাঁড়ান বোয়ালখালী শুভ সংঘের বন্ধুরা।

আজ শুক্রবার বিকেলে ‘শুভ কাজে সবার পাশে’ এ শ্লোগান নিয়ে বোয়ালখালী পৌরসভার মুন্সীপাড়া ৩নং ওয়ার্ডের নবীদুর রহমানের বাড়ীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে হাতে কম্বল তুলে দেন শুভ সংঘ। এ সময় শুভ সংঘের বন্ধুরা সমাজের সকল বৃত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানান।

উল্লেখ গত বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পৌরসভার মুন্সী পাড়া নবীদুর রহমানের বাড়ীর সর্বহারা হয়ে পড়ে নারী, পুরুষ,বৃদ্ধ ও শিশুসহ দশ পরিবারের অর্ধশতাধিক সদস্য। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তারা।

অগ্নি দূর্গত ছাড়াও পত্রিকার হকার, ভিক্ষুক ও প্রান্তিক জনগোষ্টির মাঝেও কম্বল বিতরণ করেন বোয়ালখালী শুভ সংঘ।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী শুভ সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক আমির হোসেন, কালের কন্ঠের কন্ঠের বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা, দৈনিক পূর্বদেশের বোয়ালখালী প্রতিনিধি রাজু দে, বাংলাধারার দেবাশিষ বড়ুয়া রাজু, শুভ সংঘের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল-হাসান শাওন, সাহিত্য সম্পাদক সৈকত দাশ,কার্যকরী সদস্য বিজয় দে,প্রান্ত দাশ,আসলাম উদ্দিন,দেবাশিষ দাশ জয়, বোয়ালখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন জুয়েল, আওয়ামীলীগ নেতা শেখ কতুব উদ্দিন,মো. দেলোয়ার হোসেন,আফতাব আলী খান, সাইফুদ্দিন,আবুল কাশেম প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here