যেকোন ধরণের গরম খাবার বা গরম সামগ্রী।
তরল কোন খাবার।
বিড়ি, সিগারেট বা কোন প্রকার নেশাজাতীয় দ্রব্য।
বিস্ফোরক দ্রব্য, সবধরণের আগ্নেয়াস্ত্র।
বিষাক্তদ্রব্য।
শুঁটকী মাছ অথবা দুর্গদ্ধ জাতীয় কোন বস্তু, ছেঁড়াফাটা ব্যাগ।
লম্বা ধারালো ছুরি।
ব্যটারী অথবা ব্যাটারীযুক্ত টর্চলাইট।
গ্যাসলাইট অথবা গ্যাস জাতীয় কোনদ্রব্য।
কোন ধরনের অডিও ক্যাসেট, ক্যামেরা, লিফলেট বা মিছিল-মিটিংয়ের জন্য কোনো ব্যানার বা পোষ্টার। অপরিচিত লোকের দেয়া কোনো ধরনের মালামাল।
নিজের পাসপোর্ট ব্যাতিত অন্য কোন পাসপোর্ট।
নিজের ব্যবহৃত ঔষধ ভিন্ন অন্যকোন ঔষধ। (নিজের ব্যবহৃত ঔষধ নিতে হলে সাথে প্রেসক্রিপশন নিতে হবে।)

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here