নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অতীতের সরকারগুলো এ খাতকে গুরুত্ব না দিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। বর্তমান সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় আলোর পথ দেখাচ্ছে।

শনিবার(১৪ মার্চ) বিকেলে উপজেলার সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বগৌরবে প্রতিষ্ঠিত এ নূর ব্লসম স্কুলের শিক্ষা কার্যক্রম নিম্ম মাধ্যমিক ছাড়িয়ে মাধ্যমিক শ্রেণি চালুর জন্য নতুন একটি ভবনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ কাশেমের কনিষ্ঠ সন্তান এস এম রাসেমের সভাপতিত্বে প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আ.লীগ নেতা আহমদ হোসেন চেয়ারম্যান, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, জহুরুল ইসলাম জহুর, মেজবাহ উদ্দিন পাপ্পু, শামসুল আবেদীন তারেক, শহিদুল ইসলাম শিমুল, আবদুল মোনাফ, আরিফুল হাসান রুবেল, মোজাম্মেল হক বকুল, ফরিদ উদ্দিন মেম্বার, নুরুল আবছার মেম্বার, যুবনেতা আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, আনিসুর রহমান বাবর, হাফেজ নুরুল হক, মো. রাশেদ মেম্বার, সহকারী শিক্ষক মো. ফজলুল কবির, সজল দাশ, ইমরান হোসেন, নাসরিন আকতার পিংকি, জাবেদ হোসেন টিপু প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here