নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়ার শোকসভায় চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়ার সবচেয়ে বড় গুণ ছিল, তিনি সকল শ্রেণি পেশার মানুষকে কনভিন্স করতে পারতেন। তিনি দলমত নির্বিশেষে সকল নেতা কর্মীর মাঝে নিজেকে পরিচিত করতে পেরেছিলেন একজন অমায়িক মানুষ হিসেবে। মুক্তিযোদ্ধাদের যে কোনো ভালমন্দ সংবাদে তিনি যেমন অগ্রজ থাকতেন তেমনি তাদের অধিকার আদায়ে কারও সাথে আপোষ কখনও করেনি।’

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়ার শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়ার নামে উপজেলায় একটি সড়কের নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন।

শোকসভা প্রস্তুতি কমিটির আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, দক্ষিণ জেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ব্যাংকার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শরৎ চন্দ্র বড়ুয়া, বনগোপাল দাশ, মানস কুসুম রায়, বেলাল মিয়া, শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান বেলাল হোসেন, পৌর আ.লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, যুবনেতা আবদুল মান্নান, হারুন কমান্ডারের পুত্র মোহাম্মদ মহসিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here