নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের শারদোৎসবে বেজে ওঠা শাঁখ, কাসর ঘন্টা ও ঢোলের সুমধুর মাতৃবন্দনায় বোধনের পুষ্পিতক্ষণ থেকে বিজয়ার পুণ্যলগ্ন পর্যন্ত মায়ের আরাধনা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বোয়ালখালী উপজেলার ধোরলা মুক্তি সংঘের উদ্যেগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি বিমান ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মূখপাত্র পলাশ কান্তি দে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, সংগঠনের সহ-সভাপতি ও প্রধান শিক্ষক সুমন কান্তি দাস, দোলন কান্তি চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক বাপন কান্তি দাস, ধোরলা সার্বজনীন শ্যামা কালী মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় দে, প্রতিকুল সংঘের সভাপতি লিটন বিশ্বাস, ইউপি সদস্য কুম কুম চৌধুরী, সান্টু বিশ্বাস, সৈয়দা সাজিয়া এমদাদ ও সাজু দে। এসময় অত্র ইউনিয়নে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here