দুবাই বিমানবন্দর-বিবিসি

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। দুবাই বিমানবন্দর থেকে তিন মাইল দক্ষিণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন দক্ষিণ আফ্রিকার। এদের মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট ও দুইজন আরোহী ছিলেন।

আরব এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হানিওয়েলের মালিকানাধীন ছোট উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে একটি মিশনে অংশ নেওয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হন।

মার্কিন প্রকৌশল ও মহাকাশ সংস্থা হানিওয়েল জানিয়েছে, দুবাইয়ে কাজ করার জন্য ডিএ৪২ উড়োজাহাজটি ভাড়া করা হয়েছিল। এক বিবৃতিতে হানিওয়েল দুবাইয়ের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। দুবাই বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here