আন্তর্জাতিক ডেস্ক : ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজে নিজে হেলিকপ্টার বানিয়ে আকাশে ওড়ার। কিন্তু, সাধ থাকলেও সাধ্য হয়নি। তাই বলে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন মিথিলেশ। নিজের টাটা ন্যানো গাড়ির নকশা বদলে হেলিকপ্টারের রূপ দিয়েছেন তিনি। এটি আসল হেলিকপ্টারের মতো উড়তে না পারলেও আপাতত দুধের সাধ ঘোলেই মেটাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৪ বছর বয়সী মিথিলেশ প্রসাদ পাইপ ফিটিংয়ের কাজ করেন। বাড়ি বিহারের ছাপড়া এলাকায়।

তিনি আর তার ভাই মিলে গাড়িটির পেছনে অন্তত সাত লাখ রুপি খরচ করেছেন। এতে আসল হেলিকপ্টারের মতো পাখা, লেজ, লেজের পাখা লাগিয়েছেন। চারদিকে জুড়ে দিয়েছেন রংচঙা এলইডি লাইটও।

ভারতের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে পরিচিত টাটা ন্যানোকে হেলিকপ্টারের চেহারায় আনতে টানা সাত মাস খেটেছেন দুই ভাই।

মিথিলেশ জানান, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হেলিকপ্টার বানিয়ে তাতে চড়ার। কিন্তু, তার জন্ম কোনো ধনী পরিবারে নয়। পড়াশোনা করেছেন মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত। একারণে স্বপ্নপূরণে টাটা ন্যানোকেই বেছে নিতে হয়েছে। এ ‘হেলিকপ্টার কার’-এ চড়েই আসল হেলিকপ্টারের সুখ খোঁজেন এ যুবক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here