বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার

মাঠ কাপাঁনো ছাত্র নেতা মোহাম্মদ হামিদুল্লাহ খাঁন বাবুর স্মরণে

সৈয়দ মোহাম্মদ আজম
প্রকাশ-১১-১২-২০২০
এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। বড়ই আনন্দের মাস। কিন্তু এই আনন্দের মাঝে ১৯৯০ সালের ১২ ই ডিসেম্বরের একটি বিয়োগ ব্যাথা আমাদেরকে যে ব্যাথিত করেছে তা থেকে আমরা মুক্ত হতে পারিনি এখনো হয়ত পারবও না কখনো।
বোয়ালখালীর কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মাঠ কাপাঁনো ছাত্রনেতা মোহাম্মদ হামিদুল্লাহ খাঁন বাবু ছিল সবার প্রিয় একজন ব্যাক্তিত্ব। সে স্বল্প সময়ে ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃনমুল পর্যায়ের সাধারণ কর্মী পর্যন্ত সবার মন জয় করতে সক্ষম হয়েছিল। তার সাহসিকতা, সততা সাংগঠনিক প্রজ্ঞা, বিছক্ষণতা, নেতৃত্বের প্রতি আনুগত্য, ত্যাগ,নম্রতা ভদ্রতা ইত্যাদি গুন ছিল অসাধারণ।
সাংগঠনিক জীবন: 
১৯৮২ সালে বোয়ালখালী উপজেলা শাখার সদস্য,
১৯৮৩ সালে বোয়ালখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক,
১৯৮৪ সালে বোয়ালখালী উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক,
১৯৮৫ সালে বোয়ালখালী উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক,
১৯৮৬ সালে বোয়ালখালী উপজেলা শাখার সহ সভাপতি,
১৯৮৮ সালে চঃ দঃ জেলার প্রচার সম্পাদক ও জাতীয় পরিষদের সদস্য,
১৯৮৮ সালে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্মরণে প্রতিষ্ঠিত খিতাপচর হকভাণ্ডারী স্মরণ সভা সংসদ এর প্রতিষ্ঠাতা সদস্য,
১৯৮৯ সালে বোয়ালখালী উপজেলা শাখার সিঃ সহ সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিল।
শিক্ষা জীবন :
শিক্ষকতা যোগ্যতা : স্নাতক।
১, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে -এস,এস,সি,
২,কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।
তরিকত জীবন:
সুন্নী জামাতের পুরোধা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতাগণের মধ্যে অন্যতম একজন প্রতিষ্ঠাতা, আহলা দরবার শরীফ বোয়ালখালী এর সাজ্জাদানশীন পীরে তরীকত হযরত মাওলানা এ,জেড,এম,সেহাব উদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহঃ)এর একনিষ্ঠ মুরিদ ছিলেন। মৃত্যুকালে সে অবিবাহিত ছিল।
পারিবারিক পরিচিতি:
মোঃ হামিদ উল্লাহ খাঁন, পিতাঃমরহুম মোঃ আছান উল্লাহ খান, মাতাঃ মরহুম মোছাম্মৎ ছালেহা বেগম চৌধুরী,
প্র:রাজাখানবাড়ী, গ্রাম+ডাকঃ খিতাপচর, বোয়ালখালী, চট্টগ্রাম।
প্রয়াত মোঃ হামিদ উল্লাহ খান এক সম্ভ্রান্ত মুসলিম ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন।সে ছয় ভাইয়ের মধ্যে চতুর্থ।
মৃত্যু :
১২ই ডিসেম্বর ১৯৯০। ২৭শে অগ্রহায়ণ ১৩৯৭বাংলা, ২৩শে জমাদিউল আওয়াল। বুধবার, হযরত মাওলানা আবুল মোকারেম মোঃ নূরুল ইসলাম আল-কাদেরী, আল-চিশতী (রহঃ) নূরী বাবার ওরশ শরীফের দিন বেলা-২টায় আহলা দরবার শরীফের দীঘিতে গোসলের সময় ডুবন্ত অবস্হায় শাহাদত বরণ করেন।
কবর:
মাইজভান্ডার দরবার শরীফের হযরত কেবলা গাউসুল আজম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (রহঃ) এর অন্যতম খলিফা আহলা দরবার শরীফের প্রতিষ্টাতা হযরত মাওলানা শাহসুফী জনাব কাজী আসাদ আলী (রহঃ) ও হযরত মাওলানা আবুল মোকারেম মোঃ নূরুল ইসলাম আল-কাদেরী, আল-চিশতী (রহঃ) নূরী বাবার মাজার সংলগ্ন উত্তর পূর্ব কোণায় তাকে সমাহিত করা হয়।
লেখক- সাবেক যুগ্মমহাসচিব, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদ,
সাবেক সভাপতি, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাজধানী আবুধাবী শাখা
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here