নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ১৪জন প্রার্থী। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রথমদিনে ১৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান বাদল, নগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, প্রবাসী আওয়ামীলীগ নেতা ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ এমরান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে মুজিবুর রহমান, এস.এম. কফিল উদ্দিন, দিলোয়ারা ইউসুফ, নগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, পারভেজ হাসান মান্নান, এটিএম রিয়াজ খান ও আশেক রসুল খান।

গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ভোট গ্রহণ হবে আগামী ১৩ জানুয়ারি। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী পৌরসভা, উপজেলার কধুরখীল ইউনিয়ন, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন, পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন, শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, আমুচিয়া ইউনিয়ন ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার। কেন্দ্র সংখ্যা ১৮৯টি।

দক্ষিণ জেলা আওয়ামীগের সভাপতি মোছলেম উদ্দিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বোয়ালখালী আওয়ামীলীগের সদস্য আবছার উদ্দিন সেলিম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সফর আলী, দক্ষিণজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাক আহমেদ আঙ্গুর, বোয়ালখালী আওয়ামীলীগের সহ-সভাপতি সায়েদুর রহমান, রেজাউল করিম, পৌর আহবায়ক জহিরুল ইসলাম, সাতকানিয়া আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম হোসাইন কবির, পৌরসভার প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক রাহুল দাশ, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here