অনলাইন ডেস্ক :   ৩০শে মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত।

১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপপর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে।

সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ। চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচী।

তারিখ প্রতিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২রা জুন দক্ষিণ আফ্রিকা কেনিংটন ওভাল, লন্ডন বিকাল ৩.৩০
৫ই জুন নিউজিল্যান্ড কেনিংটন ওভাল, লন্ডন সন্ধ্যা ৬.৩০
৮ই জুন ইংল্যান্ড সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ বিকাল ৩.৩০
১১ই জুন শ্রীলঙ্কা কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল বিকাল ৩.৩০
১৭ই জুন ওয়েস্ট ইন্ডিজ দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড, টনটন বিকাল ৩.৩০
২০শে জুন অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম বিকাল ৩.৩০
২৪শে জুন আফগানিস্তান রোজ বোল, সাউদাম্পটন বিকাল ৩.৩০
২রা জুলাই ভারত এজবাস্টন, বার্মিংহ্যাম বিকাল ৩.৩০
৫ই জুলাই পাকিস্তান লর্ডস, লন্ডন বিকাল ৩.৩০

এর আগে অবশ্য আগামী ২৬শে মে পাকিস্তানের ও ২৮শে মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচই হবে কার্ডিফে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here