২৩শে মে, ২০১৯ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ ১৭ই রমযান, ১৪৪০ হিজরী বৃহস্পতিবার
গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩ তম (অধিবর্ষে ১৪৪তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

  • ১৪৩০ সালের এই দিনে ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
  • ১৫৬৪ সালের এই দিনে নেদারল্যান্ডস তাদের স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৬১৮ সালের এই দিনে চেকের প্রোটেস্টান খৃষ্টানরা হোলি রোমান এমপ্যায়ার নামে পরিচিত রোমের ক্যাথলিক খৃস্টান সম্রাট ২য় ফ্রেডারিকের দুজন দূতকে হত্যা করে।
  • ১৭৮৫ সালের এই দিনে মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।
  • ১৮১৮ সালের এই দিনে প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
  • ১৯১১ সালের এই দিনে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
  • ১৯১৫ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯২০ সালের এই দিনে এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
  • ১৯৩৪ সালের এই দিনে আমেরিকার ব্যাংক ডাকাত বনি্ন এবং ক্লিড পুলিশের অ্যামবুশে নিহত হয়েছিল।
  • ১৯৪৭ সালের এই দিনে বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
  • ১৯৮৩ সালের এই দিনে কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন।
  • ১৯৯৩ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রী প্রদান করা হয়।
  • ১৯৯৫ সালে এই দিনে প্রোগ্রামিং ভাষা জাভার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

জন্ম

  • ১৭০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল লিনিয়াস, তিনি ছিলেন সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক ও জীববিজ্ঞানী।
  • ১৭৯৯ সালে এই দিনে কবি টমাস হুড জন্মগ্রহণ করেন।
  • ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট ফুলার, তিনি ছিলেন আমেরিকার সাংবাদিক ও নারীবাদী।
  • ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো লিলিয়েন্থাল, তিনি ছিলেন জার্মান পাইলট ও প্রকৌশলী।
  • ১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাবেলা ফোর্ড, তিনি ছিলেন ইংরেজ নারীবাদী।
  • ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুদোর আর্গেজি, তিনি ছিলেন রোমানীয় কবি।
  • ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগলাস ফাইরব্যাংকস, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট মার্শাল, তিনি ছিলেন ইংরেজ ও আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার লাগেরকভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
  • ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বারডিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
  • ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
  • ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানাউল হক, তিনি ছিলেন একজন কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ।
  • ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসুয়া লেডারবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও জেনেটিসিস্ট।
  • ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান কলিন্স, তিনি ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমুলাস হুইটাকের, তিনি একজন সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী, এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা।
  • ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন নিউকম্বে, তিনি সাবেক অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
  • ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড কম্‌রি, তিনি ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
  • ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান গার্সিয়া, তিনি পেরুর আইনজীবী, রাজনীতিবিদ ও ৯৩ তম প্রেসিডেন্ট।
  • ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাতোলি কারপভ, তিনি দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
  • ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রিউ কারেয়, তিনি আমেরিকান অভিনেতা ও গেম শো হোস্ট।
  • ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেইম অ্যাশলে হিক, তিনি জিম্বাবুয়ের বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
  • ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়েল কিলচের, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, গিটারবাদক, অভিনেত্রী ও কবি।
  • ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থেওফানিস গেকাস, তিনি গ্রিক ফুটবলার।
  • ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো আলমেইডা, তিনি পর্তুগিজ ফুটবলার।
  • ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা মেয়ার-ল্যান্ডরুট, তিনি জার্মান গায়ক ও গীতিকার।

মৃত্যু

  • ১১২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম হেনরি, তিনি ছিলেন রোমান সম্রাট।
  • ১৫২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ইসমাইল, তিনি ছিলেন ইরানের শাসক।
  • ১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওগুস্তাঁ লুই কোশি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
  • ১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওপোল্ড ফন রাঙ্কে, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
  • ১৯০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ইবসেন, তিনি ছিলেন একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
  • ১৯৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ।
  • ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডেভিড রকফেলার, তিনি ছিলেন মার্কিন ধনকুবের ও শিল্পপতি।
  • ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিখ লুইটপোল্ট হিমলার, তিনি ছিলেন জার্মান সেনাপতি, রাজনীতিবিদ ও মন্ত্রী।
  • ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্লাউড, তিনি ছিলেন ফরাসি প্রকৌশলী ও নিয়ন আলোর উদ্ভাবক।
  • ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোহ মু-হুন, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সৈনিক ও রাজনীতিক, দক্ষিণ কোরিয়ার নবম প্রেসিডেন্ট।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ মউস্টাকি, তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত ফরাসি গায়ক, গীতিকার ও গিটার।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ফর্ব্‌স ন্যাশ জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ ও শিক্ষাবিদ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here