নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে বেঙ্গুরা রেল স্টেশন চত্বরে সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান।
শেখ দিদার মো. তৈয়ব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোকারম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সনাতন চক্রবর্তী বিজন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, দিদারুল ইসলাম, হারুনুর রশিদ, নাছির উদ্দিন, নুর মোহাম্মদ, সাইদুল ইসলাম, তারেকুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুল্লাহ খান সোহেল, ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম, হেলাল উদ্দিন সুজন, মহিউদ্দিন মহি, নয়ন উদ্দিন, সুব্রত দেব ও তহিদুল ইসলাম।