জুন মাসের টানা তাপদাহ পর সারাদেশে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (০১ জুলাই) তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপ চলায় দেশের বিভিন্ন স্থানে আকাশে হালকা মেঘ থাকলেও গরমের পরিমাণই বেশি। তবে এ লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। নিম্নচাপ থাকা পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে থাকবে।

‘বৃষ্টি হলে দিনের তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং রাতের তাপমাত্রাও কম থাকবে। তবে দিনের তুলনায় রাতেই গরমের মাত্রা অনেকটা কম থাকবে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমের পাশাপাশি আকাশে হালকা মেঘ থাকায় এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আগামী শুক্রবার ও শনিবার (৫ ও ৬ জুলাই) থেকে পঞ্চগড়সহ সারাদেশে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের দক্ষিণবঙ্গে অবস্থিত হওয়ায় দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কম-ই হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here