বিভাগের সম্পাদক

শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী উদ্বোধনী’ পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

‘শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে আর এই শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি গুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে’ বলেও জানান তিনি। সেইসঙ্গে তিনি এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেষ হাসিনার উপরে নারকীয় গ্রেনেড হামলার স্মৃতিও মনে করিয়ে দেন। এ বিষয়গুলো শঙ্কার।

বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মাধ্যমে যে অন্ধকারের সূচনা হয়েছিল বাংলাদেশে তার প্রভাব নানারুপে নানাসময়ে ফিরে এসেছে ও আসছে। ইনডেমনিটি আইন থেকে শুরু করে স্বঘোষিত হত্যাকারীদের রাষ্ট্রীয় পদে বসানোর মতো বিভিন্ন ঘৃনিত কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে কালের পরিক্রমায়। ইতিহাসের দগদগে ঘা এর মতো সেগুলো এখনো বয়ে বেড়াচ্ছে জাতি।

আগস্টের সেই অপূরণীয় ক্ষতি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অগ্রসরমান। সেইধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতা ও পরিবারের হত্যাকারীদের প্রতিহিংসার দৃষ্টিতে না দেখে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করে তিনি সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।

আগস্টের শুরুতে প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সবাই কী পরিমাণ ভারাক্রান্ত থাকেন, তা অন্য কারো পক্ষে হয়তো অনুভব করা সম্ভব না। তবে এই মাসে এসেও যে তিনি শুধু দেশের মানুষের কথা ভাবেন, তা তার বক্তব্যে বোঝা যায়। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শোকের মাসে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

পৃথিবীর বুকে বাংলাদেশ নামের যে দেশ আমরা পেয়েছি, তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমরা মনে করি। সেই সঙ্গে কিছু কুলাঙ্গারের কৃতঘ্ন আচরণের লজ্জাও আমাদের তাড়া করবে সারাজীবন। এই লজ্জা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর আহ্বান অনুসারে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাসহ দেশকে নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে সবারই কাজ করা উচিত বলে আমরা মনে করি।

শোকের এই মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

এবি/ টিআর -১১-৮-২০১৯

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here