No description available. প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন পৌর এলাকার ভোটাররা।

 ১নং ওয়ার্ড পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ভোট দিতে এসেছেন। ছবিঃ বাবর মুনাফ
১নং ওয়ার্ড পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ভোট দিতে এসেছেন। ছবিঃ বাবর মুনাফ

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা- বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও সকাল ১১টার দিকে ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের একটি বুথে প্রবেশের অভিযোগে মো. জাবেদ নামের এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। পরবর্তীতে ওই ব্যক্তির মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

৪নং ওয়ার্ড গোমদন্ডী আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ৭০ বছর বয়সী এই বৃদ্ধা। ছবিঃ বাবর মুনাফ
৪নং ওয়ার্ড গোমদন্ডী আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ৭০ বছর বয়সী এই বৃদ্ধা। ছবিঃ বাবর মুনাফ

৬নং ওয়ার্ডের হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ডালিম প্রতীকের প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ ওঠে। ভোটারদের অভিযোগ আঙুলে ছাপ দিলেও গোপন কক্ষে পছন্দের প্রতীকে ভোট দিতে দেয়নি ডালিম প্রতীকের কর্মীরা।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সাধারণ কাউন্সিলর পদে

১নং ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রীজ),

২নং ওয়ার্ডে সিরাজুল হক (উট পাখি),

৩নং ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার),

৪নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ ( টেবিল ল্যাম্প),

৫নং ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু ( উট পাখি),

৬নং ওয়ার্ডে মো. নাছের আলি (ডালিম),

৭নং ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড),

৮নং ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম),

৯নং ওয়ার্ডে মো.জাহাঙ্গীর আলম (ব্রীজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে

১-৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস),

৪-৬ নং ওয়ার্ডে জোবাইদা বেগম (আনারস) ও

৭-৯নং ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র জহুরুল ইসলাম জহুর নির্বাচিত হয়ে যাওয়ায় এ পৌরসভায় ৯ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৫১জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বোয়ালখালী পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন জহুরুল ইসলাম জহুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here