বোয়ালখালী উপজেলার শাকপুরা লালচাঁদ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।
গত ৮ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত দানোৎসবে সভাপতিত্ব করেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বসুমিত্র মহাস্থবির।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। প্রধান জ্ঞাতি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড.সংঘপ্রিয় মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থেরো। বিশেষ অতিথি ছিলেন ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের উপ বিহারাধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, ভদন্ত লোকপ্রিয় মহাস্থবির, ভদন্ত দীপানন্দ স্থবির। বিশেষ ধর্মালোচক ছিলেন এম প্রজ্ঞামিত্র স্থবির প্রমুখ প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু সংঘ।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবির, স্বাগত বক্তব্য রাখেন- বিহার কমিটির সহ সভাপতি সুকুল বড়ুয়া।
প্রকৌশলী রাজীব বড়ুয়ার সঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব চানক্য বড়ুয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.কাজল কান্তি বড়ুয়া, সহ সভাপতি মিলু বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সহ সভাপতি ইলা বড়ুয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন প্রাজ্ঞ ভিক্ষু সংঘকে চীবর তুলে দেন ও ফানুস উত্তোলন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকাল ১০টায় প্রয়াত সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরসহ প্রয়াত বৌদ্ধ ভিক্ষু ও দায়ক সংঘের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয় এবং রাতব্যাপী মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর বিজ্ঞপ্তি