কবিয়াল সন্তোষ কুমার দে

স্বদেশ প্রেম আর সজাত্য বোধের চেতনায় রাঙা কবির জীবন ও কর্ম লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ এর আয়োজনে বরেণ্য কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান গতকাল ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ আঙ্গিনায় ব্যাপক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- লায়ন লায়ন উজ্জ্বল কান্তি বড়–য়া। চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা ভাস্করডি.কে. দাশ (মামুন)’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে সম্মানিত প্রধানঅতিথি ও প্রধান আলোচক ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ সুযশময় চৌধুরী ও অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশিষ্ঠ কবি ও আবৃত্তি শিল্পী প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- সাংবাদিক বেলায়েত হোসেন, বিশিষ্ট রাজনীতিক হাবিবুর রহমান হাবিব, সাংস্কৃতিক বিশ্লেষক দেবব্রত দে দেবু, সংগঠক তাজুল ইসলাম রাজু, রাজনীতিক সিদ্দিকুল ইসলাম, নাট্যজন শেখ শওকত ইকবাল, রাজনীতিবিদ আখতার-উল-আলম, সন্দীপনার সহ-সভাপতি বাবুল কান্তি দাশ,সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিক, কবিয়াল হরিপদ দেয়ারী, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, সংগঠক প্রণব রাজ বড়–য়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আবৃত্তিশিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, আইটি এক্সপার্ট মো: রাকিব, রাজনীতিক আব্দুল গাফ্ফার খান, রাজনীতিক মোকতার আহমদ, কবিয়াল আব্দুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, চৌধুরী জসীমুল হক, সংগঠক মোশাররফ হোসেন খান রুনু, নাট্যকর্মী আজগর আলী, গীতিকার ইমরান ফারুকী, সংবাদকর্মী এম.ডি.এইচ রাজু, মোঃ মিজান, শিল্পী সমীর সেন, শিল্পী উজ্জ্বলসিংহ।

বক্তব্য রাখেন- জাহানারা পারুল, সাগর দেব নাথ, এমরান হোসেন মিঠু, শাহীন হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন- কবি শামসুর রাহমান বাংলা সাহিত্যে আধুনিক কাব্যচর্চায়প্রবল এক স্বতন্ত্র ভূমিকায় অবতীর্ণ কবিতার বরপূত্র। সমাজের ত্রিমাত্রিক জীবনমূখিনতার চরিত্র তাঁর কবিতার রূপকল্প। বলা চলে- সত্য প্রতিষ্ঠার কঠিন শপথ ও অনুপম প্রজ্ঞা তাঁর কবিতারছত্রে ছত্রে ছড়িয়ে আছে। বাঙালির মুক্তিবার্তা, মুক্তিযুদ্ধের প্রেরণা কবি শামসুর রাহমান’কে একজন প্রেরণাদায়ী অনুভাবকের চরিত্রে আসীন করেছেন। সাংবাদিকতা তাঁর কর্ম হলেও কবিতা তাঁর ভালোবাসা। বাঙালির নিত্য দিনের ভোর থেকে শেষ প্রহর পর্যন্তজীবন ঘনিষ্ট কবি তিনি। বক্তারা কবি শামসুর রাহমান এর জীবন ও কর্মনির্ভর গবেষনা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মানের স্বপ্নবিভোর ও বাস্তবায়নের একমাত্র রূপকারক সরকার বাহাদুরকে আকুল আহ্বান জানিয়েছেন।
সবশেষে একক সংগীত পরিবেশন করেন- শিল্পী এম.এ হাশেম, শিল্পী হানিফুল ইসলাম হানিফ, শিল্পি ডা: শিল্পি চৌধুরী, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী মৈত্রী আচার্য্য, শিল্পী জ্যোতি শর্মা,শিল্পী স্বর্ণময়ী চক্রবর্তী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here