প্রতিবেদক, চট্টগ্রাম

বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও ইসলামী গবেষক সেলিম খান চাটগামী আর নেই (৫৫)। মঙ্গলবার ভোররাতে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে…রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি পটিয়ার হুলাইনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে সুন্নিপন্থি ইসলামী গবেষণা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তৈয়্যবিয়া সোসাইটি বাংলাদেশ’র চেয়ারম্যান । গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের সাংগঠনিক কর্মকান্ডেও যুক্ত ছিলেন ।

তিনি আল্লামা তৈয়ব শাহ স্মারকগ্রন্হ প্রকাশ করেন করেন। যা মহান সমাজ সংস্কারক ও ছিলছিলায়ে আলীয়া কাদেরিয়ার পীর আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ হিসাবে লাখো ভক্ত-অনুরক্তের কাছে সমাদৃত। এছাড়া তিনি বাগে ছিরিকোটি, বাগে চৌরভি, স্মরণীয় বরণীয় যারা, পথের দিশা দেখালেন যারা-সহ বেশ কিছু গবেষণা গ্রন্থের প্রণেতা।

তার মৃত্যুতে চট্টগ্রামের সুন্নিসমাজে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মরদেহ এক নজর দেখার জন্য রাতেই অনেকে কাতালগঞ্জের পার্কভিউ হাসপাতালে ভিড় করেন।

সেলিম খান চাটগামীর মৃত্যুতে আলোকিত বোয়ালখালীর পরিবারবর্গ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নত ওয়াল জামায়াতসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here