উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম সৈয়দনগর সাহাব মিয়া চৌকিদারের বাড়ির মক্তিযােদ্ধা আবু মিয়া | ড্রাইভার (৭০) আর নেই। ১৯ জুন শুক্রবার দুপুর সােয়া বারটায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরােসিস রােগে ভুগছিলেন। আবু মিয়া ড্রাইভার স্থানীয় মৃত অলি মিয়ার দুই সন্তানের জ্যেষ্ঠ । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
একইদিন সন্ধ্যা ৬টায় সৈয়দ কালন্দর শাহ (র.) মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শােয়াইব রেজা। এর আগে মরহুমের কফিনে জাতীয় পতাকা ঢেকে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। পরে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাে. মােজাম্মেল হক চৌধুরী।
শােক: তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সাংসদ মােছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।