আলোকিত ডেস্ক: মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে এক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মালয়েশিয়ার পাহাংয়ের তেমোরলো এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাইমন ইসলাম (২৪) ওই স্থানের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। ঘুষ দেয়ার অপরাধে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে তেমোরলো পুলিশের হাতে আ’টক হন বাংলাদেশি সাইমন ইসলাম। এ সময় নিজেকে মুক্ত করতে পুলিশকে মালায় রিংগিত ৫৫১ (১১ হাজার টাকা) ঘুষ সাধেন। এ অপরাধে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
১৯ আগস্ট (সোমবার) পাহাংয়ের একটি আদালতের বিচারক মোহাম্মদ গাজালী মোহাম্মদ তাইব তাকে দোষীসাব্যস্ত করে আ’টকের দিন থেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।