আলোকিত প্রতিবেদন: বোয়ালখালীতে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির কাফন-গোসল ও দাফন করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। তাদের এই মানবিক কাজে নগদ পঁচিশ হাজার (২৫০০০) টাকা দিয়ে সাহায্যর হাত বাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ শিল্পপতি মো. নুরুল আলম।

গত ২৫ জুলাই গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালীর কর্মকর্তাদের হাতে এই টাকা হস্তান্তর করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন,  গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দীন,  বোয়ালখালীর সাধারণ সম্পাদক এস এম মমতাজুল ইসলাম চৌধুরী,  বোয়ালখালী পৌরসভার সচিব মো. আলম খান, সদস্য মো. বেলাল হোসেন প্রমূখ।

এই সময় শিল্পপতি মো. নুরুল আলম বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের নিবেদিত সেচ্ছাসেবকরা করোনা পরিস্থিতিতে মানবতার ডাকে যে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে তা জাতী কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে। আমাকে এই মহৎ কাজে শরিক হওয়ার সুযোগ করে দেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here