নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠন ‘ঠিকানা’র চলমান প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২০ জুলাই) উপজেলা সদরে সংগঠন কার্যালয়ে জুলাই-সেপ্টেম্বর সেশনের প্রথম প্রকল্প ‘প্রান্তিক পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের উদ্যেগ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নির্বাচিত মাঠ কর্মকর্তাগণের অংশ গ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর ডি কে দাশ মামুন ও ডা. মাহবুবুর রহমান।
এতে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু।