নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে সফল সমবায় সমিতি হিসেবে শ্রমজীবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে সারোয়াতলী হোরারবাগের জনকল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড।
শনিবার (২ নভেম্বর) দুপুরে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে ৪৮তম জাতীয় সমবায় দিবস’১৯ উপলক্ষে এ সম্মাননা জানানো হয়।
আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় অতিথিবৃন্দের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন জনকল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের পরিচালক রিদুয়ানুল করিম।
উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: নুরুল আলম। শিক্ষক শংকর চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক অধীর বড়ুয়া, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, শহীদুল আলম, মিল্টন চৌধুরী, অরুন চৌধুরী, সমীরন দেব প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৬টি সমবায় প্রতিষ্ঠানকে স্ব-স্ব ক্ষেত্রে সফলতার জন্য সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকালে সমবায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।