নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে হাড় কাঁপানো শীতের রাতে কম্বল পেয়ে খুশি নিঝুম আকতার। দরিদ্র পরিবারের সন্তান নিঝুম আকতার দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ভিটে বাড়ি হারিয়ে কড়লডেঙ্গা পাহাড়ের সরকারি আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন নিঝুমের বাবা হামিদুল করিম। তিনি পাহাড়ে লেবু বাগানের শ্রমিক।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে কম্বল নিয়ে এ আশ্রয়ণ প্রকল্পে ছুটে যান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন। তিনি আশ্রিত মানুষগুলোর মাঝে বিতরণ করেন কম্বল।
এ সময় ফিনফিনে জামা পড়া নিঝুমও আসে কম্বল নিতে। হাত দুটো বুকের মাঝে গুটিয়ে রেখেছে শীত নিবারণের চেষ্টায়। তখনো শীতে কাঁপছিলো মেয়েটি। চোয়ালের দু’পাটি দাঁত টকাটক শব্দ তুলছিলো। ইউএনও’র কাছ থেকে কম্বল পেয়ে মহাখুশি নিঝুম।
নিঝুমকে দুইটি কম্বল উপহার দেন ইউএনও আছিয়া। একটি হাতে দিলেও অপরটি দেন গায়ে জড়িয়ে।
গত কয়েকদিন ধরে রাতের বেলা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
তিনি বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী এ কম্বল শীতার্ত মানুষদের জন্য পাঠিয়েছেন। দিনের বেলায় যেমন তেমন করে কাটিয়ে দেওয়া গেলেও রাতের বেলা শীত নিবারণ খুবই কস্টসাধ্য। গত কয়েকদিন ধরে উপজেলা বিভিন্ন প্রান্ত ঘুরে এক ভিন্ন চিত্র উঠে এসেছে আমার কাছে। খুবই অসহায় পরিবারগুলো এ কস্ট না পারে কাউকে বোঝাতে, না পারে কারো কাছে হাত পাততে।’
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, ইউপি সদস্য হারুন, পিআইও অফিস সহকারী মাে.নুরুন্নবী ও মাে. আবুল মনছুর।