বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (বালক অনুর্ধ-১৭) উদ্বোধন করেছেন উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিকুল্লাহ, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, থানার উপ-পরিদর্শক কামাল উদ্দীন ও ক্রীড়ানুরাগি হারুনুর রশিদ।

উদ্বোধনী খেলায় শাকপুরা ইউনিয়ন ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে শাকপুরা ২-০ গোলে বিজয়ী হন। টূর্ণামেন্টের দ্বিতীয় খেলায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ ১-০ গোলে পোপাদিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন জেলা রেফারী সমিতির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন টিপু। টূর্ণামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১০টি দল খেলায় অংশগ্রহণ করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here