নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রদীপ নাথ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শাকপুরা নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ নাথ একই এলাকার শচীন্দ্র নাথের ছেলে। সে পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের নিকটাত্মীয় পলাশ নাথ জানান, বাড়িতে লক্ষীপূজা উপলক্ষে সবাই আনন্দে মেতে ছিলেন। এর মাঝে বিকেল থেকে প্রদীপকে না পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। পরবর্তীতে সন্ধ্যার সময় বাড়ির পাশের একটি পুকুরে প্রদীপের লাশ পাওয়া যায়।
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, সন্ধ্যার সময় প্রদীপ নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।