জাতীয় মিনা দিবস উপলক্ষে বোয়ালখালীতে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, বর্ণাঢ্য র্যালী ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর ) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
র্যলী শেষে প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) একরামুল ছিদ্দিক, শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, ইনসট্রাক্টর আব্দুল বাসেত, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম, সৈয়দা আমাতুল্লা আরজু, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সঞ্চিতা পাল, প্রধান শিক্ষক নজির আহম্মদ ও মো. ইলিয়াছ।
অনুষ্টান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। খবর বিজ্ঞপ্তি