নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে তৃণমুল পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালয়ালখালী উপজেলা কমিটি ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহবায়ক মো. জসীম উদ্দীন ।
সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, ক্ষেত মজুর নেতা মো মতিউর,শহিদুল ইসলাম নয়ন, নাজমা আকতার,জান্নাতুল ফেরদৌস, মনিষা শীল, রাজিয়া সুলতানা, শম্পা দে, সানজিদা আকতার লিজা প্রমুখ ।
বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করোনকালিন সময়ে ঘরে বসে লেখাপড়ায় উদ্ভুদ্ধ করতে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।