নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মো. ওসমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।
ওসমান উপজেলার চরণদ্বীপ ঘাটিয়াল পাড়ার মো. শাহ আলমের ছেলে।
ওসি বলেন জানান, রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরণদ্বীপ ঘাটিয়াল পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ওসমানকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।