অনলাইন ডেক্স : বোয়ালখালী উপজেলার সারোয়াতলী খিতাপচর হক ভাণ্ডারী স্মরণ সভা সংসদের সাবেক যুগ্ম সম্পাদক, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো.মজিবুর রহমান মুজিবের শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শুক্রবার সংগঠনের কার্যালয়ে খিতাপচর হক ভাণ্ডারী স্মরণ সভা সংসদের ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি মো.আজিজুর রহমান আংকুরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খিতাপচর পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নাছু ও যুগ্ম সম্পাদক আরমান উদ্দিন ইমনের যৌথ সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম, বোয়ালখালীর সমন্বয়ক নুরুল হক ফকির, মো. নুরুল ইসলাম অডিটর ও মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম রুবেল।
সভায় ইউপি সদস্য মরহুম মো.মজিবুর রহমান মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।