নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে আগুনে পুড়ল দুই পরিবারের বসতঘর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ৯নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া।
তিনি বলেন,ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানো পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আবুল মনসুর ও আবু জাফরের ৮ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।