বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া লক্ষ্মী জনার্দন মন্দিরে শ্রী শ্রী অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দিনব্যাপী ইসকন পরিচালিত কানুনগোপাড়া শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দিরে শ্রীমান নিত্যানন্দ সুন্দর দাস অধিকারীর সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে আর্শীবাদক ছিলেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি মিহির কান্তি বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস, শ্রী মিলন ঘোষ, শেষরুপ দাস ব্রহ্মচারী, সদগতি বৈষ্ণব দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন অর্জুন বল্লভ দাশ অধিকারী, নিষ্ঠা নিতাই দাশ অধিকারী, ঠাকুর গৌরহরি দাশ অধিকারী, সনজিত দাশ, অমিত ধর, শ্রীবাস বিশ্বাস, উদয় শংকর দাস, পরিমল ঘোষ, রাহুল ঘোষ, রানা ভক্ত প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে ছিল গিরিগোবর্ধন পূজা, বোগ আরতি, ভজন কীর্তন, ভাগবতীয় প্রবর্চন, সন্ধ্যায় দামোদর প্রদীপ প্রজ্জলন। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here