বিভাগের সম্পাদক

প্রশ্নঃ ০১ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান- ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ।
প্রশ্নঃ০২ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।
প্রশ্নঃ০৩ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়- ২৩ ফেব্রুয়ারী ১৯৫২।
প্রশ্নঃ০৪ কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধক- শহীদ শফিউর রহমানের পিতা।
প্রশ্নঃ০৫ শহীদ মিনার প্রথম উদ্বোধন করা হয়- ২৪ ফেব্রুয়ারি ১৯৫২।

প্রশ্নঃ০৬ জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত- সাভারে।
প্রশ্নঃ০৭ জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।
প্রশ্নঃ০৮ জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ০৯ জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয়- ১৬ই ডিসেম্বর ১৯৭২।
প্রশ্নঃ১০ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন- প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।
প্রশ্নঃ১১ জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা- ১৫০ ফুট।

প্রশ্নঃ ১২ জাতীয় স্মৃতিসৌধ এর ফলক সংখ্যা- ৭টি।
প্রশ্নঃ১৩ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স- মেহেরপুর জেলায় অবস্থিত।
প্রশ্নঃ১৪ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্থপতি- তানবীর কবির।
প্রশ্নঃ১৫ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্তম্ভ সংখ্যা- ২৩টি।
প্রশ্নঃ১৬ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান- মিরপুর, ঢাকা।
প্রশ্নঃ১৭ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি- মোস্তফা হারুন কুদ্দুস হিলি।

শ্নঃ১৮ রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ অবস্থিত- রায়ের বাজার, ধানমন্ডি।
প্রশ্নঃ১৯ এর স্থপতি- ফরিদউদ্দীন আহমেদ ও জামি আল শফি।
প্রশ্নঃ২০ জাগ্যত চৌরঙ্গী অবস্থিত- জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর।
প্রশ্নঃ২১ জাগ্রত চৌরঙ্গী এর ভাস্কর- আব্দুর রাজ্জাক।
প্রশ্নঃ২২ অপরাজেয় বাংলা অবস্থিত- কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্নঃ২৩ এর ভাস্কর- সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

প্রশ্নঃ২৪ স্বোপার্জিত স্বাধীনতা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।
প্রশ্নঃ২৫ স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি- শামীম শিকদার।
প্রশ্নঃ২৬ শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্নঃ২৭ শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর-নিতুন কুণ্ড।
প্রশ্নঃ২৮ ‘সংশপ্তক’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্নঃ২৯ ‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর- হামিদুজ্জামান খান।

প্রশ্নঃ২৪ স্বোপার্জিত স্বাধীনতা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।
প্রশ্নঃ২৫ স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি- শামীম শিকদার।
প্রশ্নঃ২৬ শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্নঃ২৭ শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর-নিতুন কুণ্ড।
প্রশ্নঃ২৮ ‘সংশপ্তক’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্নঃ২৯ ‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর- হামিদুজ্জামান খান।

প্রশ্নঃ৩৬ বিজয় ’৭১ এর অবস্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্নঃ৩৭ বিজয় ’৭১ এর ভাস্কর্য- শ্যামল চৌধুরী
প্রশ্নঃ৩৮ ‘যুদ্ধভাসান’ ভাস্কর্যটি- কুমিল্লায় অবস্থিত।
প্রশ্নঃ৩৯ দেশের সর্বোচ্চ শহীদ মিনারটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্নঃ৪০ দেশের এই সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি- রবিউল হুসাইন।

প্রশ্নঃ৪১ ‘মোদের গরব’ ভাস্কর্যটির অবস্থান- বাংলা একাডেমী চত্বর।
প্রশ্নঃ৪২ মোদের গরব ভাস্কর্যটি ভাস্কর- অখিল পাল।
প্রশ্নঃ৪৩ একনজরে স্থাপত্য, ভাস্কর্য ও স্থপতি এবং অবস্থান
প্রশ্নঃ৪৪ স্থাপত্য/ভাস্কর্য/স্মৃতিসৌধ অবস্থান স্থপতি/ভাস্কর

প্রশ্নঃ৪৫ জাতীয় স্মৃতিসৌধ-সাভার-সৈয়দ মাইনুল হোসেন
প্রশ্নঃ৪৬ মুজিব নগর স্মৃতিসৌধ মেহেরপুর তানভীর কবির
প্রশ্নঃ৪৭ অপরাজেয় বাংলা ঢা.বি কলাভবন সৈয়দ আব্দুল্লাহ খালেদ
প্রশ্নঃ৪৮ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিক্যাল সংলগ্ন হামিদুর রহমান

প্রশ্নঃ৪৯ জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক
প্রশ্নঃ৫০ স্বোপার্জিত স্বাধীনতা ঢা.বি টিএসসি চত্বর শামীম শিকদার
প্রশ্নঃ৫১ বিজয় উল্লাস আনোয়ার পাশা ভবন ঢাবি শামীম শিকদার
প্রশ্নঃ৫২ সোনার বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহ শ্যামল চৌধুরী

প্রশ্নঃ৫৩ বিজয় ’৭১ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ খন্দকার বদরুল ইসলাম নান্নু
প্রশ্নঃ৫৪ অংশুমান (জনতার রায়) রংপুর অনীক রেজা
প্রশ্নঃ৫৫ তিন নেতার মাজার সোহরাওর্য়াদী উদ্যানের দক্ষিণে মাসুদ আহমেদ
প্রশ্নঃ৫৬ দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক
প্রশ্নঃ৫৭ দুরন্ত শিশু একাডেমী, ঢাকা সুলতানুল ইসলাম

প্রশ্নঃ৫৮ সংগ্রাম সোনারগাঁও নারায়ণগঞ্জ জয়নুল আবেদীন
প্রশ্নঃ৫৯ বিজয় বিহঙ্গ আমতলা, বরিশাল হামিদুজ্জামান ও আমিনুল হাসান লিটু
প্রশ্নঃ৬০ স্বাধীনতা ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা
প্রশ্নঃ৬১ রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাস
প্রশ্নঃ৬২ বীরের প্রত্যাবর্তন বাড্ডা, ঢাকা সুদীপ্ত রায়

প্রশ্নঃ৬৩ প্রত্যাশা ফুলবাড়িয়া, ঢাকা, মৃণাল হক
প্রশ্নঃ৬৪ প্রতিরোধ মাসদাইর, নারায়ণগঞ্জ মৃণাল হক
প্রশ্নঃ৬৫ চির দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক
প্রশ্নঃ৬৬ স্বাধীনতার ডাক গগনবাড়ী, সাভার ইীল উৎপল কর।

এবি/টিআর ২-৮-২০১৯

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here