নিজস্ব প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবীতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বোয়ালখালী উপজেলা শাখা।
রবিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃ্ন্দ।
বাশিস বোয়ালখালী শাখার সভাপতি মো.আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম সেলিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, উপজেলা শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবর, প্রধান শিক্ষক কামরুল হাসান, তাপস চক্রবর্তী, তাপস ঘোষ, লিটন চৌধুরী, আবদুর রহীম, অরূপ কুমার পাল, কামাল উদ্দিন, দীপক কান্তি চৌধুরী, বাশিস বোয়ালখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, নুরুল আনছার হামেদী, রাজু চন্দ্র চৌধুরী, মো.ইব্রাহীম প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here