নিজস্ব প্রতিবেদক : মাদক বিরোধী ও পরিবেশ সচেতনতা এডভেঞ্জার নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন পরিভ্রমণ করবে ৯ জুন – ১১ জুন পর্যন্ত ফ্রেণ্ডশীপ এডভেঞ্জার টিম ২০১৯ ।

এ উপলক্ষে এডভেঞ্জার টিমকে সমাজ কল্যাণ সংস্থা ‌‌’ঠিকানা’ ও ‌স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দল লোগাে সম্বলিত টি-শার্ট প্রদান করেছে।

৮ জুন শনিবার সন্ধ্যায় টি-শার্ট হস্তান্তর করেন ঠিকানার সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম রাজু।

এডেভঞ্জার টিমের পক্ষে টি শার্ট গ্রহণ করেন দিগন্ত নাগ ও মো. ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু দে, ছাদেকুর রহমান সবুজ ও দেবাশীষ বড়ুয়া রাজু।

আগামীকাল রবিবার (৯জুন) তিনদিনের সফরে এ এডভেঞ্জারে ৩০জন সদস্যের অংশ গ্রহণে বোয়ালখালী উপজেলা শহীদ মিনার চত্বর থেকে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন যাত্রা শুরু করবে।

স্কাউটের কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিভ্রমণ ৯ জুন থেকে ১১জুন

এবি / দেবাশীষ বড়ুয়া রাজু/ তাজুল ইসলাম রাজু

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here