অনলাইন ডেক্স : নটিংহ্যামের আকাশ পরিষ্কার আছে। তবে রোববার জোরালো বৃষ্টি হয়েছে। উইকেট থেকে তাই শুরুতে পেসাররা সুবিধা পাবেন। গেল বছর এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড রেকর্ড ৪৮১ রান করে। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে করে ৩ উইকেটে ৪৪৪ রান। আজও একই উইকেটে খেলা হবে।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান মনে করছেন, উইকেটে রান হবে। তবে আগের মতো ওত বেশি নয়। পাকিস্তানের বিপক্ষে জোফরা আর্চার এ ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন। তার শট বল খেলতে ঘাম ঝরাতে হতে পাকিস্তানের।

ওদিকে পেস আক্রমণে পাকিস্তানের মোহাম্মদ আমির ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ আছেন। তারপরও চিন্তা আছে পাকিস্তান শিবিরে। ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে ভালো করা সহজ হবে না। পাকিস্তান এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলছে। ব্যাটিং অলরাউন্ডার শোয়েব মালিক ফিরেছেন দলে। শেষ দিকে দ্রুত রান তুলতে একাদশে জায়গা পেয়েছেন আসিফ আলী। ইমাদ ওয়াসিম এবং হারিস সোহেলকে বাদ দেওয়া হয়েছে।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here