অগ্রদুত দাশগুপ্ত :

কোভিড-১৯ মহামারির (Covid-19 pandemic) আবহে সাধারণ মানুষকে স্থানীয় প্রশাসনের স্বাস্থ্যসুরক্ষা নিয়মবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। একই সঙ্গে শিশুদের মাস্ক ব্যবহার নিয়েও সুস্পষ্ট নির্দেশ দিয়েছে হু।

হু জানিয়েছে, সংস্থার আন্তর্জাতিক এবং বহু-বিভাগীয় বিশেষজ্ঞ দল করোনাভাইরাস প্রাদুর্ভাব (Coronavirus outbreak) প্রতিরোধে শিশুদের মাস্ক ব্যবহারের উপর প্রমাণ-সহ তথ্য সংগ্রহ করেছে।

কারা মাস্ক পরবে/কারা পরবে না?

এই বিষয়গুলির পর্যালোচনার মাধ্যমে শিশুদের মনস্তাত্ত্বিক চাহিদা এবং বেশ কয়েকটি কার্যকরী বিষয়ের উপর গুরুত্ব দিয়ে হু এবং ইউনিসেফ (UNICEF) নীচের পরামর্শগুলি রেখেছে:

পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সের বাচ্চাদের মাস্ক পরা প্রয়োজন নেই। এই বয়সের শিশুদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক কম। তাই এই বয়সের শিশুদের মাস্ক পরা প্রয়োজনীয় নেই। তবে প্রয়োজন পড়লে শিশুর সক্ষমতার উপর নির্ভর করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে।

অন্যদিকে হু এবং ইউনিসেফ পরামর্শ দিয়েছে, ৬-১১ বছর বয়সের শিশুদের জন্য মাস্ক শর্তসাপেক্ষ ভাবে বাধ্যতামূলক।

শর্তগুলি হল-

*শিশুরা যেখানে রয়েছে, সেখানে যদি ব্যাপক হারে সংক্রমণ ঘটে।

*শিশু যদি মাস্ক ব্যবহারে সক্ষম হয়।

*তারা যদি মাস্ক পরতে এবং খুলতে সক্ষম হয়।

*মাস্ক পরার নিরাপদ পদ্ধতি অনুসরণ করতে বড়োরা যদি সহায়তা করে।

*পরিবারে অথবা সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তির মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকলে।

*বাইরে বের হলে।

হু এবং ইউনিসেফ পরামর্শ দিয়েছে, ১২ বছর অথবা তার বেশি বয়সের বাচ্চাদের বড়োদের মতোই মাস্ক পরতে হবে। তাদেরও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। তারা করোনার বাহক হিসেবে কাজ করতে পারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here