চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ধর্ম চর্চায় মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। ধর্মীয় অনুশাসন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তবে লোক দেখানো ধার্মিকতা ভালো নয়, অন্তর থেকে স্রষ্টার প্রতি আনুগত্য নিজেকে পরিশুদ্ধ করে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী উপজেলার শাকপুরা হাজী কমর আলী সওদাগর জামে মসজিদের পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুদ্দিন আহমদ।

পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আহসানের সঞ্চালনায় অতিথি ছিলেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নূর মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জাহাঙ্গীর, আবদুর রউফ, মো. দিদারুল আলম ও ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here