আশা-হতাশায় ২০২০ বিদায় নিয়ে আসছে ২০২১ সাল। হাসি- কান্না আর আনন্দ-বেদনায় চলতি বছরের শেষ পাতাটি আাজ ঝরে পড়বে ক্যালেন্ডারের পাতা থেকে। রাতের গভীর বৃন্ত থেকে বেরিয়ে আসবে ২০২১’ র এক আলোকিত সকাল। বিদায়ী বছরের ব্যর্থতা কাটিয়ে সাফল্যকে ধরে রাখার প্রত্যয়ে শুরু হউক আগামীর পথচলা। সত্য ও সুন্দরের সন্ধানে এগিয়ে যাবে দেশ, এই প্রত্যশায় – দেশবাসীকে জানাই ইংরেজী নববর্ষের অনাবিল শুভেচ্ছা।
খোকন চৌধুরী চেয়ারম্যান: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)